Advertise top
খেলা

ছবিতে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম     আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১১:৩৫ পিএম

ছবিতে বিশ্বকাপ ক্রিকেট ১ম ম্যাচ
নরেন্দ্র মোদি স্টেডিয়াম

 

ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম । গুজরাতের  আহমেদাবাদে এর অবস্থান।  এই স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার।

 

১৯৮৩ সালে স্টেডিয়ামটি নির্মান করা হয়। ২০০৬ সালে এটি প্রথম সংস্কার করা হয়েছিল।

 

২০১৫ সাল- ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে সম্পূর্ণরূপে পুনর্নির্মিত হওয়ার আগে স্টেডিয়ামটি বন্ধ রাখা হয়েছিল।

 

স্টেডিয়ামটি ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছে। ২০২৩ সালের বিশ্বকাপ  ক্রিকেটের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচও হবে এই স্টেডিয়ামে। 

 

গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি স্টেডিয়ামটির নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম নামকরণ করে। এদিন ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথমবারের মতো গোলাপী বলের টেস্ট ম্যাচ আয়োজন করা হয়।

 

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একজন গুজরাত বাসিন্দা। যিনি ২০০৯-২০১৪ পর্যন্ত গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এবং ২০০১ - ২০১৪ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।

 

এক ম্যাচে সর্বোচ্চ এক লাখ এক হাজার ৫৬৬ দর্শকের উপস্থিতির জন্য স্টেডিয়ামটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে।

 

শচীন নিয়ে আসছেন বিশ্বকাপ ট্রপি

         শচীন টেন্ডুলকার  এই স্টেডিয়ামে  নিয়ে যাচ্ছেন বিশ্বকাপ ট্রফি ২০২৩

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal