বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১১:১০ পিএম আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১১:১৩ পিএম
আর দিন গোনা নয়। এখন প্রতীক্ষার পালা কয়েক ঘন্টার। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বৃহস্পতিবার।২০১৯ সালের চেয়েও বড় কিছু করার লক্ষ্য নিয়ে ভারতে আছে টাইগাররা। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।
বিশ্বকাপের আগে মাঠের বাইরের ঘটনায় বেশ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গণ। তবুও দলের অবস্থা ভালো বলে জানিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করবে এমন প্রশ্নে হাসান বলেন, 'আমার মতে, আলহামদুলিল্লাহ দল ভালো অবস্থায় রয়েছে আমি যতটুকু দেখেছি। আগের থেকে অনেক ভালো পজিশনেই রয়েছে। প্রতিটি সেক্টরের কাজ সবাই সবারটা ভালো মতোই করছে। সবাই জানে ভারতের মতো চেনা কন্ডিশনে কি দায়িত্ব থাকবে। খুবই পজিটিভ আছে। সবাই প্রস্তুত আছে।'
নিজের ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে তিনি আরও বলেন, 'মন তো চায় অনেক কিছুই। তবে আমার ইচ্ছা নিজের ইকোনোমিটা একদম কম রেখে ম্যাচ শেষ করা। যে কারণে আমাকে দলে রাখা সেই কাজটা ঠিকঠাক করতে পারা। মোটকথা দলের চাহিদা পূরণ করার জন্য আমি বল করতে চাই। যাতে করে বিশ্বকাপে দলের ভালো হবে সঙ্গে আমারও।'
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন