Advertise top
খেলা

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারাল বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম     আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পিএম

বাংলাদেশ ১০০, লিটন দাসের সেঞ্চুরি

 

স্কোর: বাংলাদেশ: ২৬৪/৩, ৪২ ওভার ।   শ্রীলঙ্কা: ২৬৩/১০, ৪৯.১ ওভার।

শ্রীলঙ্কার ২৬৪ রানের জবাব  বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য দরকার ২৬৪ রান তুলে নেন।  ৪৮ বল হাতে রেখেই এই  জয় তুলে নেয় বাংলাদেশ। এরফলে ৭ উইকেটে জয় পেল বাংলাদেশ। 

তাওহীদ হৃদয় আউট হওয়ার পরে  মেহেদী হাসান মিরাজের সাথে জুটি বাধেন মুশফিকুর রহিম । 

 মিরাজ ৬৭  এবং মুশফিক  ৩৫ রান অপরাজিত ছিলেন।  মিরাজের ৬৭ রানের মধ্যে রয়েছে  ৫ টি চার ও ২ টি ৬ ।

 

হৃদয় ফিরলেন ০ রানে,  বাংলাদেশ ১৮৮/৩

 

তাওহীদ হৃদয় ১ বল খেলে কোন রান করতে পারলেন না। দলের ১৮৮ রানে ফিরলেন তিনি। দলের স্কোর ১৮৮/৩

 

তানজিদ তামিম ফিরলেন ৮৪ রানে,  বাংলাদেশ ১৮৩/২

 

 বাংলাদেশের ২য় উইকেট পড়লো। তানজিদ তামিম ৮৪ রান করে আউট হলেন। দলের রান তখন ১৮৩। ২৮ ওভারের শেষ বলে আউট হন তামিম। তামিমের ৮৪ রানের ,ধ্যে রয়েছে  ১০টি চার ও ২টি ৬ ছক্কা ।

মেহেদী মিরাজ এর সাথে যোগ দিয়েছেন তাওহীদ হৃদয়। 

বাংলাদেশ ১৩১/১ 

লিটন দাস ৬১ রানে রানে আউট হলেন।  দলের রান ২০.৪ ওভারে ১৩১।  ১০ টি চারের সাহায্যে ৫৬ বলে লিটন দাস এই করেন।

মেহেদী মিরাজ যোগ দিয়েছেন তামিমের সাথে। মিরাজ এই প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করছেন। 

 

তামিমেরও অর্ধশতক

 

 

লিটন দাসের পরে  তানজিদ তামিম পেয়েছেন অর্ধশতক। ৫৩ বল করে তামিম এই রান সংগ্রহ করেন। 

 

বাংলাদেশ ১০০/ নো উইকেট, লিটন দাসের ফিফটি

 

 

শ্রীলঙ্কার ২৬৪ রানের জবাব দিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে দুই ওপেনার কোন উইকেট না হারিয়ে ১৪ ওভারে ১০০ রান পাড় করেছেন।

 

এরমধ্যে লিটন করেছেন ৩৯ বলে অর্ধশতক। তানজিদ তামিম ৪৪ রান।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal