Advertise top
বিদেশ

যুক্তরাজ্য সিগারেট মুক্ত করবেন সুনাক!

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম    

যুক্তরাজ্য সিগারেট মুক্ত করবেন সুনাক!
বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

 

বৃটিশ প্রধানমন্ত্রী সুনাক শীঘ্রই তার দেশে সিগারেট নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ব্রিটেনের তরুন প্রজন্ম যাতে সিগারেট কিনতে না পারে এজন্য ঋষি সুনাক এমন নিয়ম করতে যাচ্ছেন।

 

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আগামী বছরে ব্রিটেনে নির্বাচন হতে পারে। সেই কথা মনে রেখে বেশ কিছু জনমুখী প্রকল্প চালুর কথা ভাবছেন সুনাক।

 

আনন্দবাজার আরও  জানায়, সেখানের সরকার বরং ই-সিগারেট ব্যবহারে নাগরিকদের উৎসাহ দিচ্ছে। বিনা মূল্যে ই-সিগারেট বিলিও করা হচ্ছে বলে জানা গেছে। তবে ই-সিগারেট সম্পূর্ণ নিরাপদ না হলেও সাধারণ সিগারেটের তুলনায় স্বাস্থ্যের ক্ষতির ঝুঁকি কম।

 

সংবাদ সংস্থা রয়টার্সের প্রশ্নের উত্তরে ব্রিটেন সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ব্রিটেনকে ‘ধোঁয়ামুক্ত’ করে তোলা।

 

সেই লক্ষ্য পূরণের জন্য নাগরিকদের সিগারেট ছাড়তে নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে।

 

গত বছর নিউজিল্যান্ডও সিগারেটবিরোধী কিছু পদক্ষেপ নিয়েছিল। দেশটির সরকার বলেছিল, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মেছেন, তাদের কাছে সিগারেট বিক্রি করা যাবে না।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal