বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ এএম
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউ জিল্যান্ড। টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। ফিল্ডিং করবে বাংলাদেশ।
শনিবার, ২৩ সেপ্টেম্বর দুপুর ২টায় খেলাটি শুরু হয়।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ও পেসার তানজীম হাসান সাকিবের পরিবর্তে একাদশে তানজীদ হাসান তামিম ও খালেদ আহমেদ। এই ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্যর সরকার, তাউহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহাদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
নিউ জিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন