বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আবহাওয়ার পূর্বাভাসে দিয়ে বলেছে, ১৭ সেপ্টেম্বর কলম্বোতে ৯০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ৯৯ শতাংশ মেঘের আবরণ থাকার আশঙ্কা আছে।
স্থানীয় সময় বিকালে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খেলার মাঝেই বৃষ্টি হবে, রাত পর্যন্ত যে আবহাওয়ার পরিবর্তন হবে না।
তাই টস করা গেলেও খেলা শুরু হতে পারেনি। মেঘের ঘণঘটা দেখেই আর, প্রেমাদাসা স্টেডিয়াম ঢেকে দেওয়া হয়েছে।
এরআগে ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টি কারনে রিজার্ভ ডে-তে গড়িয়েছিল। এছাড়া আরও কয়েকটি ম্যাচে ছিল বৃষ্টির বাগড়া।
শ্রীলঙ্কায় এখন বৃষ্টির মৌসুম। তাই বৃষ্টিকে বাদ দিয়ে কীভাবে হবে ফাইনাল?
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন