Advertise top
খেলা

এশিয়া কাপ: বাংলাদেশ, ভারতকে দিল ২৬৬ রানের টার্গেট

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম     আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

এশিয়া কাপ: বাংলাদেশ, ভারতকে দিল ২৬৬ রানের টার্গেট

 

বাংলাদেশ ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ ২৬৫ রান। এরফলে ভারতকে এখর করতে হবে ২৬৬ রান। ভারত ইতোমধ্যেই ফাইনালে উঠে গেছে। রবিবার শ্রীলঙ্কার সাথে ফাইনাল খেলবে ভারত।

 

বাংলাদেশ তাদের শেষ খেলায় ভারতের বিপক্ষে বড় রানের স্কোর করেছে। সাকিব- হৃদয়ের  শতরানের জুটির কারনে তাদের এই বড় সংগ্রহ সম্ভব হয়েছে।

 

নাসুম আহমেদ ৪২/ ৮ম উইকেট

সাকিব ও হৃদয় ফেরার পর ব্যাট হাতে ঝড় তোলেন নাসুম আহমেদ। তিনি মাত্র ৪৪ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৪৪ রান তোলেন এই বোলার।

 

তাওহীদ হৃদয় ৫৪/ ৭ম উইকেট

সাকিবের সঙ্গে শতরান জুটি গড়েছিলেন তাওহীদ হৃদয়। ৮২ বল খেলে ৫টি চার ও ২ ছক্কায় ৫৪ রান করে যান তিনি।

 

শামীম ফেরেন ১ রান করে/ ষষ্ঠ উইকেট

শামীম হোসেন ৫ বল খেলে ১ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন।

 

সাকিব ফেরেন ৮০ রানে/ ৫ উইকেট

সাকিব এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু হলো না। তাওহীদ হৃদয়ের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে ফিরলেন তিনি। ৮৫ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন সাকিব।

 

সাকিব ৫৫তম ফিফটি

৬৫ বলে ৫টি চার ও ১ ছক্কায় ফিফটি পূরণ করেন তিনি।  এটা সাকিবের ক্যারিয়ারের ৫৫তম ফিফটি।

 

মিরাজের ১৩ রান/৪ উইকেট

২৮ বল খেলে ১ চারে মাত্র ১৩টি রান আসে তার ব্যাট থেকে।

 

৩ উইকেট হারিয়ে টেনশনে বাংলাদেশ

টস হেরে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারেই তিন উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ফিরে গেছেন লিটন কুমার ০ রানে , তানজিদ হাসান ১৩ ও এনামুল হক বিজয় ৪ রানে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal