ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ২১
বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আটকৃতরা।
ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২১ জন পরীক্ষার্থী ও তাদের সহযোগীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। তাদের কাছ থেকে ৫টি ইলেকট্রনিক ডিভাইস, ৫টি স্পাই ইয়ারবাডস ও ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার, ১০ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা সন্দেহজনক আচরণের ভিত্তিতে পরীক্ষার্থীদের তল্লাশি করেন। এ সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় কয়েকজন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন