Advertise top
শিক্ষা

ঢাকা-বরিশাল মহাসড়কে শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের অবরোধ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম    

ঢাকা-বরিশাল মহাসড়কে শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের অবরোধ
৮ দাবিতে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি: বরিশাল নিউজ

বরিশাল বাবুগঞ্জ ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়াসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন  বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে  সাড়ে পাঁচশত শিক্ষার্থী পরীক্ষা বর্জন  করে অংশ নেন।

 

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে দুপুর ১২ টা থেকে বেলা প্রায় ৩টা পর্যন্ত অবস্থান নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। পরে যৌথ বাহিনী ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

 

মহাসড়ক অবরোধ চলাকালে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন চালক, যাত্রীসহ চলাচলকারী মানুষ।

 

৮ দফা দাবির মধ্যে আছে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের গেজেটেড পদমর্যাদা, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ, ইন্টার্নি ভাতা চালু ও ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা।

পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জিত চন্দ্র নাথ ও যৌথ বাহিনীর একটি দল বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে ক্যাম্পাসের দিকে নিয়ে যান তাদের।

 

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, বুধবার দ্বিতীয় ও ষষ্ঠ সেমিস্টারের ২৮৬ জন শিক্ষার্থী পরীক্ষা বর্জন করেছে এবং অন্যান্য সেমিস্টার আরও ২৬৫ জনসহ মোট ৫৫১ জন শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। আমার কক্ষসহ  প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবারও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা নিরসনের চেষ্টা চলছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal