বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শুক্রবার, ১৭ অক্টোবর জুমার নামাজের পর ঢাকার শহীদ মিনারে অনশন শুরু করেছেন। এছাড়া তারা রবিবার যমুনা অভিমুখে লংমার্চ করার কথা চিন্তা করছেন।
জুমার পর বৃষ্টি নামলেও শিক্ষকরা শহীদ মিনারেই অবস্থান করেন। এরআগে টিএসসিতে সমাবেশ করেন।
এ সময় আন্দোলনের অন্যতম সংগঠন ও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,“আমাদের পরিকল্পনা ছিল আজ অনশন করার, তা আমরা শুরু করেছি। আমরা টিএসসিতেও আজ সমাবেশ করেছি। আগামী রবিবার লংমার্চের চিন্তা রয়েছে।”
তিনি বলেন, “সরকার আমাদের সাথে প্রহসন করছে। আমাদের যে দাবিগুলো রয়েছে, এগুলো মন্ত্রণালয় ডিসাইডেড। কিন্তু এখন তারা তিনটি দাবির একটির চার ভাগের এক ভাগ মানতে চাইছেন। অন্য দুটি দাবি নিয়ে কথাই বলছে না “
সরকারের এই সিদ্ধান্ত শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন জানিয়ে অধ্যক্ষ আজিজী বলেন, শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন