Advertise top
শিক্ষা

দাবি আদায়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবারো রাস্তায়

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম    

দাবি আদায়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবারো রাস্তায়
বরিশালে কৃষি শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: বরিশাল নিউজ

বরিশালে রহমতপুরে  ৮ দফা দাবি আদায়ের জন্য বরিশাল- ঢাকা মহাসড়ক অবরোধ করে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়াও তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার, ২২ ডিসেম্বর বেরা ১১টা থেকে প্রায় দুইঘন্টা তাদের এই কর্মসূচি পালন করেন।

 

দাবি আদায়ের লক্ষ্যে গত সপ্তাহে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।  তারও  নয় মাস আগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করে আন্দোলন নেমেছিলেন তারা।

 

শিক্ষার্থীরা বলছেন, কর্তৃপক্ষ শুধু আশ্বাস দেন, কোনো উদ্যোগ নেন না। এবার তারা জানিয়েছেন যত দিন পর্যন্ত তাদের দাবি কর্তৃপক্ষ মেনে না নেবে, তত দিন ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধসহ এ আন্দোলন চলবে।

 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা।

 

এ বিষয়ে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে এসব দাবি বাস্তবায়নের বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

 

এদিকে এ আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড থেকে সরকারি দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে ঢাকা ও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীসাধারণ।

 

তবে শিক্ষার্থীরা রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো ধরনের বাধা প্রদান করছেন না। শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মহাসড়কের মাঝে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal