বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

ভোলা (১) সদর আসনটি জোটের শরিক জাতীয় পার্টি- বিজেপির প্রার্থী আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দেওয়ায় বিএনপি- বিজেপির মধ্যে সংঘাত শুরু হয়েছে। এ নিয়ে চারদিন ধরে বিক্ষোভ কাফনের কাপড় পড়া পযন্ত গড়িয়েছে।
তারা জোটের প্রার্থীকে বাদ দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে মনোনয়ন ফিরিয়ে দিতে এই আন্দোলন শুরু করেন।
শহরের মহাজনপট্টির বিএনপি চত্বরে শুক্রবার বিকালে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধের কারণে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘ভোট দেবো না গরুর গাড়ি, আমরা সবাই ধান করি’, ‘এদিক-সেদিক বুঝি না, ধান ছাড়া চিনি না’, ‘ভোট দেবো কিসে, ধানের শীষে’, ‘দুর্দিনের আলমগীর ভাই, আমরা তোমায় ভুলি নাই’ সহ নানান স্লোগান দেন।
পার্থ আগেও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া, এবারের নির্বাচনে পার্থ ঢাকা ১৭ আসনটি বিএনপি প্রার্থীর জন্য ছেড়ে দিয়েছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইসমাইল কাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খন্দকার আল আমিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নিক্সন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাহাজাদী ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি, জেলা সাইবার দলের সভাপতি মীর জামাল উদ্দিন তানু, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন