Advertise top
খেলা

প্রেমাদাসা উত্তাল ! গিল, কোহলি, রোহিত আউট

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম       

কলম্বোর প্রমেদাসা উত্তাল ! গিল, কোহলি, রোহিত আউট

 

২০০৮ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা ।  আজ প্রেমদাসায় আবার মুখোমুখি হয়েছে  শ্রীলঙ্কা-  ভারত।  ধারাভাষ্যকরগণ  সেই বিজয়ের কথা  বার বার মনে করিয়ে দিচ্ছেন ক্রিকেট ভক্তদের।

 

আর শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরাও সেই অপেক্ষায় আছেন, কাপ  আবার কবে আসবে ঘরে।

১১.১ ওভারে শুভমন গিল এবং পরে ১৪ ওভারে বিরাট কোহলি আউট হলে উত্তাল হয়ে উঠে প্রেমদাসা মাঠ।

 

ভারত প্রথম উইকেট হারায় ৮০ রানে, দ্বিতীয় উইকেট হারায় ৯০ রানে , তৃতীয় উইকেট হারায় ৯১ রানে। 

গিল ১৯ , কোহলি ৩ এবং রোহিত শর্মা করেন ৫৩ রান।

 

দুনিথ ওয়েলালাগে  রোহিত শর্মা ও শুভমন গিলকে বোল্ড করেন। বিরাট কোহলিকে আউট করেন সানাকা।

 

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামিরাবিক্রমে, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রজিথা ও মাথিসা পথিরানা।

 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal