Advertise top
খেলা

এশিয়া কাপ: ২২৮ রানে ভারতের জয়

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ পিএম       

এশিয়া কাপ: ২২৮ রানে ভারতের জয়

 

পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানে জয় পেয়েছে ভারত।

 

স্কোর:

ভারত ৩৫৬/২, ৫০ ওভার

পাকিস্তান ১২৮/১০, ৩২ ওভার

 

এশিয়া কাপের  সুপার ফোরের ভারত-পাকিস্তান খেলাটি  বৃষ্টির কারণে গড়ায় রিজার্ভ ডেতে। এদিন আগের রানের সাথে লোকেশ রাহুল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে  ৩৫৬ রানের পুঁজি পায় ভারত।

 

৩৫৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় পাকিস্তান। ১৭ রানে শুরু,তারপর মাত্র ৪৭ রানে তিন ব্যাটারকে হারায়। ইমামুল হক ১৮ বলে ৯, বাবর আজম ২৪ বলে ১০ ও মোহাম্মদ রিজওয়ান ৫ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান।

 

এরপর ফখর জামান ও আঘা সালমান মিলে শুরুর ধাক্কা সামাল দিতে ব্যর্থ হন। দলীয় ৭৭ রানে ৫০ বলে ২৭ রান করে আউট হন ফকর জামান।এটাই দলের সর্বোচ্চ রান।

 

ফখরের বিদায়ের পর কুলদীপ যাদবের ঘূর্ণিতে টিকতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১২৮ রানে অলআউট  হয় বাবর আজমের দল। ২২৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
 

কুলদীপ নেন ৫টি উইকেট।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal