Advertise top
খেলা

এশিয়া কাপ: ভারতের রানের পাহাড়

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম       

এশিয়া কাপ: ভারতের রানের পাহাড়

 

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারতীয় ক্রিকেট দল।

স্কোর: ভারত- ৫০ ওভারে ৩৫৬/২

 

সাবেক অধিনায়ক বিরাট কোহলি ৯৪ বলে ৯টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন।লোকেশ রাহুল ১০৬ বল খেলে ১২টি চার আর ২টি ছক্কায় করেন ১১১ রান।

 

শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ভারত।

 

৪৯ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৫২ বলে ১০টি বাউন্ডারিতে ৫৮ রানে ফেরেন শুভমান গিল।

 

উদ্বোধনীতে ১২১ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে ভারত হারায় ২ উইকেট।  তারপর আর থামানো যায়নি ভারতকে।

 

 

১২৩ রানে দুই ওপেনার আউট হওয়ার পর ভারতের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এদিন ২৪.১ ওভারে ১৪৭ রান করে ভারত। ২৮ বলে ১৭ আর ১৬ বলে ৮ রানে ব্যাটিংয়ে ছিলেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

 

এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে আর খেলা হয়নি। ম্যাচ গড়ায় সোমবারের রিজার্ভ ডে-তে।

 

আজ  সেই রিজার্ভ ডে-তেও  বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি।  সাড়ে তিনটার পরিবর্তে খেলা শুরু হয় ৪.৪০ মিনিটে।

 

খেলা শুরুর পর থেকেই ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালাতে থাকেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তৃতীয় উইকেটে তাঁরা ২৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

 

 

এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারে ৪৭তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। শুধু তাই নয় এদিন সেঞ্চুরি করার পথেই কোহলি ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

 

কোহলির আগেই ওয়ানডে ক্যারিয়ারের ৫৬তম ম্যাচে ষষ্ঠ আর আন্তর্জাতিক ক্রিকেটে ১৫তম সেঞ্চুরি করেন লোকেশ রাহুল।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal