Advertise top
খেলা

উইকেট শিকারির শীর্ষ পাঁচে সাকিব

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৫, ০৮:৩৮ পিএম       

উইকেট শিকারির শীর্ষ পাঁচে সাকিব
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। আর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের অনন্য এক ‘ডাবল’ পূরণ করলেন তিনি।

 

সিপিএলে অ্যান্টিগাতে রবিবার, ২৪ আগস্ট সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৪৯৯ উইকেট শিকারি সাকিব খেলতে নেমেছিলেন সাকিব । ২ ওভারে মাত্র ১১ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন সাবেক এই টাইগার অধিনায়ক। এতেই ইতিহাসগড়া মাইলফলক স্পর্শ করেন তিনি।

 

সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০ উইকেট পূর্ণ করেন সাকিব। পরে আরও ২ শিকার ধরে তার উইকেটসংখ্যা এখন ৫০২।

 

এমন দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব। এই নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি পান সাবেক এই টাইগার অধিনায়ক। এতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ছুঁয়েছেন তিনি।

 

টি-টোয়েন্টিতে সবমিলিয়ে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডে সাকিবের উপরে আছেন কেবল চারজন।

 

এরা হলেন: ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন সাবেক এই ক্যারিবীয়ান ওপেনার।

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৪৮৬ ম্যাচে সেরা হয়েছেন ৪৮ বার।

ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৭১০ টি-টোয়েন্টিতে ৪৭ বার ম্যাচসেরা হয়েছেন।

ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৫০৬ ম্যাচে সেরার স্বীকৃতি পেয়েছেন ৪৫ বার।

সাকিব ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন ৪৫৭ ম্যাচে।

হেলস, পোলার্ড ও ম্যাক্সওয়েলকে ছাপিয়ে যাওয়া সহজ হলেও গেইলকে পেছনে ফেলা বেশ কঠিনই হবে সাকিবের জন্য।


 

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal