Advertise top
চিকিৎসা

নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে শেবাচিম হাসপাতালে আন্দোলন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ আগষ্ট ২০২৫, ১২:৪০ পিএম       

নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে শেবাচিম হাসপাতালে আন্দোলন
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপদ কর্ম পরিবেশের দাবি জানিয়ে মানববন্ধন। ছবি: বরিশাল নিউজ

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দাবি জানিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার মানববন্ধন করেন শ্রমিক- কর্মচারীরা। তাদের শ্লোগান, “ যৌক্তিক আন্দোলন  চাই না, নিরাপদ কর্ম পরিবেশ চাই।”

 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক গতকাল বুধবার হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় বলেন, আন্দোলন বন্ধ না করলে আইনশৃঙ্খলাবাহিনী হস্তক্ষেপ করবে। তার এই আশ্বাস পেয়ে নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে কর্মচারীরা সকালেই আন্দোলনে নেমে নেমে পড়েন।

 

 কেন্দ্রীয় বাস টার্মিনালও শ্রমিকদের দখলে

এদিকে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক আটকে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ হয় বুধবার বিকালে।  কিছুক্ষণের মধ্যে গোটা বাস টার্মিনাল দখলে নেন শ্রমিকেরা। অবস্থা বেগতিক দেখে সরে যায় ছাত্র-জনতা।

 

নথুল্লাবাদ বাসশ্রমিক মো. আব্দুস সালাম খান বলেন, “নথুল্লাবাদে আর আন্দোলন হবে না। আন্দোলন যারা করে, তারা যেন শেবাচিম হাসপাতালে গিয়ে করে। শ্রমিকের পেটে ভাত নেই, এই আন্দোলন আমরা মানি না।’

 

উল্লেখ্য, স্বাস্থ্য সংস্কারে তিন দফা দাবি তুলে গত ১৮দিন ধরে আন্দোলনকারীরা সড়ক অবরোধসহ নানান কর্মসূচি পালন করে আসছেন।  স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসা পযন্ত তাদের আন্দোলন থামবে না বলে তারা ঘোষণা দেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal