Advertise top
পরিবেশ

সাগরে নিম্নচাপ; বরিশালের নদ-নদীর পানি বিপৎসীমার উপরে

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৮ পিএম       

সাগরে নিম্নচাপ; বরিশালের নদ-নদীর পানি বিপৎসীমার উপরে
বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার উপরে। ছবি: বরিশাল নিউজ

বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে পানির স্রোতের গতি প্রবল থাকায় নদী পাড়ের বাসিন্দারা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন।

 

বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী পানি ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে নগরীর নিম্নাঞ্চল ও সদর উপজেলা লামচড়ি এলাকার অনেক স্থান প্লাবিত হয়েছে। এছাড়াও বৃষ্টির পানি নামতে না পারায় নগরীর মূল সড়কেও পানি জমে যাচ্ছে।




বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম শনিবার জানান, শুক্রবার বিকালে হিজলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার,  ঝালকাঠির বিষখালি নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার , বরগুনার বেতাগী বিষখালী নদীর পানি বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার, ভোলার দৌলতখানে মেঘলা নদীর পানি ৫৪ সেন্টিমিটার, তজুমদ্দিনে ১১৮ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

 

এছাড়াও বুড়িশ্বর, বলেশ্বর, পায়রা ও কচা নদীর পানিও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal