Advertise top
বিদেশ

সুদানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম     আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

সুদানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

 

সুদানের রাজধানী খার্তুনে রবিবার, ১০ সেপ্টেম্বর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

 

খবর আল জাজিরা ও ডয়চে ভেলের।প্রত্যক্ষদর্শীরা জানান,  রবিবার সকাল ৭টা নাগাদ বাজারের উপর একটি ড্রোন উড়ে আসে। সকলে পালানোর আগেই সেই ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু দূর থেকে ধোঁয়া দেখা যায়।

 

ডক্টরস বিয়ন্ড বর্ডারের কর্মীরা খার্তুমে হাসপাতাল চালাচ্ছেন। ঘটনার পর পরই সমাজমাধ্যমে তারা জানান, অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সুদানে সেনাপ্রধানের সঙ্গে লড়াই চলছে দেশটির আধা সামরিক বাহিনীর (আরএসএফ) প্রধানের।

 

গত পাঁচ মাস ধরে তারা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে। সুদানের রাজধানী খার্তুমকে কেন্দ্র করে তীব্র লড়াই চলছে। ফলে লাখ লাখ মানুষ সুদান ছেড়ে পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন। বহু বেসমরিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শিশু এবং নারীরাও।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal