বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৯:১৫ পিএম
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঢাকার শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার এই জয়ের ফলে ১-৩ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১১ রানের টার্গেট নিয়ে খেলতে নেনে ২৭ বল বাকি থাকতে জয় পান স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০ (ফাখার ৪৪, সাইম ৬, হারিস ৪, সালমান আগা ৩, হাসান নাওয়াজ ০, মোহাম্মদ নাওয়াজ ৩, খুশদিল ১৭, আফ্রিদি ২২, আশরাফ ৫, সালমা মির্জা ০, আবরার ০*; মেহেদি ৪-০-৩৭-১, তাসকিন ৩.৩-০-২২-৩, তানজিম ৪-০-২০-১, মুস্তাফিজ ৪-০-৬-২, শামীম ১-০-২-০, রিশাদ ৩-০-১৯-০)
বাংলাদেশ: ১৫.৩ ওভারে ১১২/৩ (তানজিদ ১, পারভেজ ৫৬*, লিটন ১, হৃদয় ৩৬, জাকের ১৫*; সালমান ৩.৩-০-২৩-২, সাইম ২-০-১৬-২, ফাহিম ৩-০-২৯-০, আবরার ৪-০-২০-১, আব্বাস ২-০-১৬-১, নাওয়াজ ১-০-৮-০)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: পারভেজ হোসেন
মিরপুর হোম অব ক্রিকেটে প্রায় ৯ মাস পর এই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হল। দীর্ঘদিন খেলা না দেখা দর্শকরা আগেভাগেই স্টেডিয়ামে হাজির হন। ইনিংসের মাঝামাঝি সময়ে গ্যালারি উপচে পড়ে। ম্যাচজুড়ে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ এবং সাকিব আল হাসানের নামে স্লোগান মাঠ মাতান তারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন