Advertise top
পরিবেশ

ভোলায় নদী উত্তাল: অভ্যন্তরীণ ১৫ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:০১ পিএম    

ভোলায় নদী উত্তাল: অভ্যন্তরীণ ১৫ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলার উত্তাল নদী। ছবি: সংগৃহীত

নদী উত্তাল হওয়ায় জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকা, হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন-ঢাকা, হাকিমুদ্দিন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা'সহ আভ্যন্তরীণ ১৫ টি রুটে যাত্রীবাহী লঞ্চ ও সরকারি সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলা- লক্ষ্মীপুর রুটে কিছু ফেরি চলাচল করায় কিছু যাত্রী পারাপার করতে দেখা গেছে।

 

বিআইডব্লিউটিএ'ও ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন মিডিয়াকে জানান, নৌ-যান চলার মতো নদীপথ এখনো স্বাভাবিক হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটলে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবেনা বলেও জানান তিনি।মুষলধারে বৃষ্টিতে ভোলার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

মৌসুমী বায়ুর প্রভাবে উপকুলের নদনদী উত্তাল থাকায় গত ৭ দিন ধরে জেলার অভ্যন্তরীণ ১৫ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

 

এদিকে ভোলা আবহাওয়া অধিপ্তরের পর্যবেক্ষক মো.মনিরুজ্জামান জানান, গত দুই দিনে ভোলায় প্রায় ২০০ মিলিমিটার আর গত ২৪ ঘন্টায় ৯৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal