বরিশাল নিউজ
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১০:০০ পিএম
বরিশালে গত সোমবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৫৯ মিলিমিটার বৃষ্টি হয়। যা এ মৌসুমে রেকর্ড বৃষ্টিপাত। এর আগের ২৪ ঘন্টার রেকর্ড ছিল ৮৫ মিলিমিটার। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্ষায় সাধারণত এভাবেই বৃষ্টি হয়। আরো দুই-তিনদিন এই বর্ষণ অব্যাহত থাকার আভাস দিয়েছে ওই বিভাগ।
বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, শহরের ড্রেনেজ ব্যবস্থা সক্রিয় রাখতে প্রতিনিয়ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। তার ভাষায়, শহরের চেয়ে কীর্তনখোলা নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ড্রেন থেকে পানি নদীতে নামতে পারছে না। উল্টো নদী থেকে ড্রেন হয়ে পানি শহরে ঢুকছে। জলাবদ্ধতা নিরসনে শহরের ভাটারখাল, জেলখাল, লাকুটিয়া খাল, কুদঘাটা খাল পরিচ্ছন্ন করা হয়েছে বলেন তিনি। তবে অনেক স্থানে আবর্জনায় ড্রেন ও ছোট খাল ভরে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পানি জমে আছে অভিযোগ করেছেন বর্ধিত এলাকার বাসিন্দারা। অলি-গলির বাসিন্দাদেরও একই অভিযোগ।
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান বলেন, সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং নদী বন্দরকে এক নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরো দুই-তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন