বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম

এশিয়া কাপের সুপার ফোরের খেলায় ভারত- পাকিস্তান মাঠে নেমেছে। টস জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতের রোহিত শর্মাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে পাকিস্তান 'এ' গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারতের। তবে সেই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
'এ' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে পাকিস্তান। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় বাবর আজমের দল।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, ফাহিম আশরাফ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন