Advertise top
বিদেশ

হোয়াইট হাউজে মেয়াদ শেষ ইলন মাস্কের

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৬:৩৭ পিএম    

হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে 'সরকারি দক্ষতা বিভাগের' দায়িত্বে থাকা ইলন মাস্ক।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে 'সরকারি দক্ষতা বিভাগের' দায়িত্বে থাকা ইলন মাস্ক হোয়াইট হাউজ ছেড়েছেন। কেন দায়িত্ব ছাড়লেন তা জানানো না হলেও  এই মে মাসেই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কারন তাকে এই দায়িত্ব দেয়াই হয়েছিল ১৩০ দিনের জন্য ।

 

বিদায়বেলায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতেও ভোলেননি মি. মাস্ক।

 

এক্স পোস্টে তিনি লিখেছেন, “বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য। ডিওজিই'র মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে, কারণ এটি ধীরে ধীরে সরকারের সর্বত্র একটি জীবনধারা হয়ে উঠবে।”

 

ডিওজিই বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি নামে পরিচিত এই প্রকল্পটি মূলত মাস্কের নেতৃত্বে ফেডারেল ব্যয় কমানোর একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল। প্রথমে মাস্ক ঘোষণা দিয়েছিলেন, ফেডারেল বাজেট থেকে অন্তত দুই ট্রিলিয়ন ডলার কমানো হবে। পরে তিনি তা অর্ধেকে নামিয়ে এক ট্রিলিয়ন করেন এবং শেষ পর্যন্ত ১৫০ বিলিয়নে সীমিত করেন।

 

এই কর্মসূচির আওতায় প্রায় দুই লাখ ৬০ হাজার ফেডারেল কর্মচারীর হয় চাকরি হারাতে হয়েছে অথবা স্বেচ্ছায় অবসর নিতে হয়েছে। তবে এই প্রক্রিয়ায় কিছু ত্রুটিও আলোচনায় এসেছিল। পারমাণবিক কর্মসূচির কর্মীরাও এই ছাঁটাইয়ের শিকার হন, যা নিয়ে শেষমেশ আদালত হস্তক্ষেপ করে এবং এদের অনেককেই আদালত পুনর্বহালের আদেশ দেয়া হয়।

 

মাস্কের ব্যবসায়িক ক্ষতির প্রভাব

সরকারে সময় দেওয়ার কারণে মাস্ক তার মূল কোম্পানি টেসলা থেকে দূরে ছিলেন, যার ফলে কোম্পানিটি ক্ষতির মুখে পড়ে। ২০২৫ সালের প্রথম তিন মাসে টেসলার বিক্রি ১৩ শতাংশ হ্রাস পায়—এটি তার কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় পতন।

 

এমনকি এর শেয়ারমূল্যও ৪৫ শতাংশ পর্যন্ত পড়ে যায়, পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়ে এখন প্রায় ১০ শতাংশে দাঁড়িয়েছে।

 

রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার ফলে অ্যাক্টিভিস্টরা টেসলা বয়কটের ডাক দিয়েছেন, বিক্ষোভ করেছেন, এমনকি গাড়ি ও চার্জিং স্টেশনও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ঘোষণা দেন, এ ধরনের ভাঙচুরকে "ঘরোয়া সন্ত্রাসবাদ" হিসেবে বিবেচনা করা হবে।

 

মি. মাস্ক তার কোম্পানিগুলোকে দায়িত্বে বেশি সময় দেয়া এবং আগামী পাঁচ বছর টেসলার নেতৃত্বে থাকার কথা বলেছেন।

 

পাশাপাশি তিনি জানান, ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য যে ৩০০ মিলিয়ন ডলারের রাজনৈতিক অনুদান দিয়েছিলেন সেটিও কমিয়ে আনবেন।

সূত্র: বিবিসি



 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal