Advertise top
বিদেশ

মরক্কোয় ভূমিকম্পে নিহত ছাড়াল হাজার, শেখ হাসিনার শোক

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পিএম    

মরক্কোয় ভূমিকম্পে নিহত ছাড়াল হাজার, শেখ হাসিনার শোক

 

মরক্কোয় ভূমিকম্পে অন্তত এক হাজার ৩০৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দুই হাজারের মতো। তাদের মধ্যে ১ হাজার ২২০ জন সংকটাপন্ন।

 

মরক্কোর রাজধানী রাবাতে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দেলোয়াফি লাফতিফ সংবাদ সম্মেলনে জানান, ক্ষতিগ্রস্তদের একটা বড় অংশই রয়েছে দুর্গম এলাকায়। সেসব এলাকায় অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। মারাক্কেশের হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হয়ে গেছে। তাদের চিকিৎসা নিশ্চিত করতে নাগরিকদের রক্তদানের আহ্বান জানিয়েছে শহরের কর্তৃপক্ষ।

 

এ ঘটনায় মরক্কোয় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

 

ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।

 

মরোক্কো সময় শুক্রবার রাত ১১টা ১১ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।

 

এতে মধ্যাঞ্চলীয় পর্যটন শহর ওকরি সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া আল হৌজ, মারাক্কেশ, আজিলাল, আমিজমিজের মতো শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে চলছে জোর তৎপরতা।

 

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটলাস পর্বতশ্রেণিতে সৃষ্ট ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।

 

বিবিসি জানায়, ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন শহরের লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রথম আঘাতের ১৯ মিনিট পর আবার ৪ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal