বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৯ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
মরক্কোয় ৬. ৮ মাত্রার ভূমিকম্পে ৬৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রণায় বলেছে, আমরা এখন নিশ্চিত করেছি ৬৩২ জন মারা গেছে এবং ৩২৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা আশঙ্কাজনক।
মরক্কোয় স্থানীয় সময় শুক্রবার,৮ সেপ্টেম্বর রাতে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ফলে দেশটির বহু বাসিন্দাকে রাস্তায় রাত কাটাতে হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, দেশটির স্থানীয় সময় রাত ১১ টার কিছুক্ষণ পরে আটলাস পর্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাকাশের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ইউএসজিএসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শুক্রবারের এ ভূমিকম্প অঞ্চলটির জন্য অস্বাভাবিকভাবে শক্তিশালী ছিল।
দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, আফটারশকের জন্য বাসিন্দারা এখনো ঝুঁকির মধ্যে আছেন।
দেশটির এ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাসিন্দাদের নিরাপদে অবস্থান নেওয়ার সতর্ক করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন