বরিশাল নিউজ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম

বরগুনার আমতলীতে বাসের চাপায় খলিলুর রহমান (৪৫)নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। উপজেলার ডাক্তারবাড়ী নামক স্থানের আমতলী-পটুয়াখালী মহাসড়কে মঙ্গলবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন খলিলুর। তিনি ডাক্তারবাড়ী নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা যমুনা লাইন পরিবহণের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘শিক্ষক খলিলুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।’
শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাথীয়া সুলতানা বলেন, ‘স্যারের নিহতের খবরে স্কুলের সবাই শোকাহত ।‘
আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান আরিফ বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন