বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

ভোলার লালমোহনে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি অটো রিকসাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ তিন জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। দুর্ঘটনাকবলিত বাসের কয়েক যাত্রীও আহত হবার খবর পাওয়া গেছে।
ভোলা-চরফ্যাশন সড়কের গজারিয়া এলাকার ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রী কলেজের সামনে সোমবার, ২৬ জানুয়ারি দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: শিল্পী রানী দাস, তুষার দাস ও মো. সোহাগ।

জানা গেছে, যাত্রীবাহি বাসটি ভোলা থেকে চরফ্যাশন যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত অটোরিকশা, বাসের যাত্রী এবং নিহতদের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে গজারিয়া বাজার এলাকার দিকে যাচ্ছিল। বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.অলিউল ইসলাম জানান, ভোলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি উপজেলার গজারিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটেরিকশাকে চাঁপা দেয় এবং বাসটি খাদে পড়ে যায়। এমন খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহত এবং নিহতদের উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধারে করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পাঠানো হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন