Advertise top
নির্বাচন

নির্বাচন নিয়ম রক্ষার নয় জাতীয় স্বার্থ রক্ষার: ভোলায় নির্বাচন কমিশনার

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম       

নির্বাচন নিয়ম রক্ষার নয় জাতীয় স্বার্থ রক্ষার: ভোলায় নির্বাচন কমিশনার
ভোলায় মতবিনিময় সভা করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: বরিশাল নিউজ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.সানাউল্লাহ (অব.) বলেছেন, এবারের নির্বাচন কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়; এটি জনগণের প্রত্যাশা এবং আমাদের জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার নির্বাচন।

 

ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ শনিবার, ৩১ জানুয়ারি সকালে অনুষ্ঠিত জেলার ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’এর সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার। সভায় নির্বাচনকালীন প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন এবং যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

 

সভায় জানানো হয়, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সক্রিয়ভাবে ৩৬০ ডিগ্রী ভাবে কাজ করবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নজরদারি আরও জোরদার করা হবে।

 

মতবিনিময় সভায় জেলা প্রসাশক ও রিটানিং অফিসার ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসারসহ নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal