বরিশাল নিউজ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসছেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।
শিরিন বলেন, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বেলস্ পার্কে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা করবেন দলীয় চেয়ারম্যান।
শিরিন আরো জানান, তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন।
এর আগে, ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা ছিল, তবে তা কয়েকবার পাল্টানো হয়।
২০০৬ সালে সর্বশেষ তিনি বরিশাল সফরে এসেছিলেন। তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন