Advertise top
নির্বাচন

১২ তারিখে খারাপ কিছু হতে পারে:  মির্জা আব্বাসের শঙ্কা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম       

১২ তারিখে খারাপ কিছু হতে পারে:  মির্জা আব্বাসের শঙ্কা
ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ১২ তারিখে খারাপ কিছু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

 

মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন বলছে তিনদিন লাগবে ফল দিতে, কাকে জেতাতে তারা এমনটা বলছে। এর পেছনে কারা কাজ করছে সেটা সরকারকে বের করার অনুরোধ। যদি ১২ ঘণ্টার বেশি দেরি করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে, সেটা আমরা মেনে নেব না। কোনো ধরনের অসততার কারণে অর্জিত এই ভোটাধিকার নষ্ট হতে দেব না।

 

শনিবার, ৩১ জানুয়ারি ঢঅকার পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ‘কিছু ছেলেপেলে আছে হঠাৎ আঙুল ফুলে কলাগাছ, লম্বা লম্বা কথা বলে। এই নির্বাচন অনেক সংগ্রাম করে আদায় করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কেউ দান করে নাই। অনেক ছেলেপেলে মনে করেন ২৪ এর জুলাইয়ে সব করেছেন, তাহলে ১৭ বছর কী করেছি আমরা? আমরা বরং এদের পায়ের তলার মাটি শক্ত করেছি, সবাই সমর্থন দিয়েছে ২৪ এ।’

 

নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসিনা যাওয়ার পর যতটা ভালো থাকার কথা, ততটা ভালো থাকতে পারেনি দেশের মানুষ। তাই বিএনপিকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal