Advertise top
বরিশাল

কলাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষ মাছ ব্যবসায়ী নিহত

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম    

 কলাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষ মাছ ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় সেভেন ডিলাক্স নামের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

 

নীলগঞ্জ ইউনিয়নের কলাপাড়া—কুয়াকাটা মহাসড়কের ছলিমপুর এলাকায় শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। দিলীপ মাছ ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিলীপ রায় নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ছলিমপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দিলীপ।

 

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal