বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

আগামী ১ ফেব্রুয়ারি দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা শেষে খাত সংশ্লিষ্টরা এ ঘোষণা দিয়েছে।
বিটিএমএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যাসমূহ নিরসনকল্পে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্য উপদেষ্টা স্পিনিং খাতের বিদ্যমান সমস্যাসমূহ গভীরভাবে পর্যালোচনা করেন, সমস্যার যৌক্তিকতা স্বীকার করেন এবং দেশের রফতানি বাণিজ্য ও শিল্পখাতে স্পিনিং শিল্পের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার কার্যকর, বাস্তবসম্মত ও ন্যায্য সমাধানে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, টেক্সটাইল ও স্পিনিং সেক্টরের বিদ্যমান সমস্যাসমূহ দ্রুততার সঙ্গে সমাধানে সরকার সম্পূর্ণরূপে বদ্ধপরিকর। এ লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে তিনি অবহিত করেন।
কারওয়ানবাজার বিটিএমএ কার্যালয়ে বৃহস্পতিবার, ২২ জানুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন