Advertise top
নির্বাচন

তারেক রহমানের বরিশাল সফরের নতুন সূচি

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম    

তারেক রহমানের বরিশাল সফরের নতুন সূচি
তারেক রহমানের নির্বাচনী সমাবেমস্থল পরিদর্শ করছেন বরিশাল- ৫ আসনের প্রার্থী।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের নির্বাচনী জনসভার তারিখ পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়েছে। ওইদিন তিনি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরআগে ২৬ জানুয়ারি জনসভার আয়োজনের কথা ছিল।

 

তারেক রহমান এরআগে ২০০৬ সালে বরিশাল সফরে এসেছিলেন। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন।

 

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সারওয়ার জনসভাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, তাকে বরণ করার জন্য আমাদের সমস্ত যুবক, ছাত্র, এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ। আমাদের প্রস্তুতি চলছে, মিছিল, মিটিং করছি। সকল ধরনের প্রস্তুতি চলছে।

 

জনসভার মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal