বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম
ভোলার চরফ্যাশনে অবৈধ ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটায় থাকা ইট ভেঙে দেওয়া হয়েছে।
বুধবার, ৫ মার্চ এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকা। মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন মনিটরিং এন্ড এফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।
অবৈধ ইটভাটাগুলো হচ্ছে: উপজেলার আছলামপুর ইউনিয়নের মেসার্স সততা ব্রিকসকে নগদ ৫ লাখ টাকা, আছলামপুর এলাকার মেসার্স এ আলী ব্রিকস, সামরাজঘাট এলাকার মেসার্স আনিশা ব্রিকস, হাজারীগঞ্জের মেসার্স সরমান ব্রিকস ও চর মাদ্রাজ ইউনিয়নের মেসার্স মধুমতি ব্রিকস।
এসময় চর মাদ্রাজ ইউনিয়নের মেসার্স ক্রাউন ব্রিকসকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা জেলার কর্মরত পুলিশের একটি দল, কোস্টগার্ডের একটি দল ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, চরফ্যাশনের একটি দল এবং পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন