বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস লাহোরে দলের সাথে যোগ দিয়েছেন। জ্বরের কারনে শুরুতে তিনি খেলায় অংশ নিতে পারেননি। তার স্থানে নেওয়া হয়েছিল এনামুল হক বিজয়কে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,"আমরা লিটনের স্বাস্থ্যের বিষয়ে বিসিবি মেডিকেল টিমের ছাড়পত্র পেয়েছি এবং তাকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।"
বাংলাদেশের প্রধান নির্বাচক বলেছেন, দলের বেশ কয়েকটি ইনজুরির কারণে লিটনকে দলে যোগ করা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির সময় নাজমুল হোসেন শান্ত কয়েকবার হ্যামস্ট্রিং ধরেছিলেন। সেঞ্চুরির সময় মেহেদি হাসান মিরাজও আঙুলে চোট পেয়ে ‘অবসরে আঘাত’এ মাঠের বাইরে যেতে হয়।এর আগে, পাল্লেকেলেতে শ্রীলঙ্কার খেলায় মুস্তাফিজুর রহমান আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারেননি।
লাহোরে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে জয় পেয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন