বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামেন ইমরুল কায়েস। প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি তিনি। মাত্র ১৬ রানে ফিরে যান প্যাভিলিয়নে।
এরপর দুপুরে লাঞ্চ বিরতিতে ইমরুলকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দলের পক্ষ হতেও ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।
জাতীয় দলের হয়ে সবশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছিলেন ইমরুল কায়েস। সেই ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিলেন।
টেস্টে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ইমরুল। এই ফরম্যাটে ৩৯ ম্যাচে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন বাঁহাতি এ ওপেনার। চারটি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন