Advertise top
খেলা

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০৭ পিএম     আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ নারী ফুটবলে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় রবিবার, ২৭ অক্টোবর সাফ নারী ফুটবলের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

 

তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনার জোড়া গোলে এই প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ৫-১ গোলে। দ্বিতীয়ার্ধে গোল আসে বাকি দুটি গোল। তহুরা এসময়  হ্যাটট্রিক পূর্ণ করেন।

 

আজ একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল। এই দলও গত সাফে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই খেলায় নেপাল ১-০ গোলে হারিয়েছিল ভারতকে।

 

দক্ষিণ এশিয়ার ‘নারী বিশ্বকাপ’ নামে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ ফাইনালে ওঠে ২০১৬ সালে। সেবার শিরোপা লড়াইয়ে ৩-১ গোলে হারতে হয় ভারতের কাছে। ২০১৯ সালে বাংলাদেশের বিদায় সেমিতে। ২০২২ সালে সর্বশেষ সাফে ফাইনালে উঠে অবশ্য আর হতাশা নয়। স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ জেতে বাংলাদেশের মেয়েরা। শিরোপা ধরে রাখার শেষ লড়াই এবার ৩০ অক্টোবর। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সামনে পাবে আজই নেপাল-ভারত দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে।

 

উল্লেখ্য, ২০২২ সালের গত ১৬ সেপ্টেম্বর, নেপালের কাঠমান্ডুতে দশরথের এই মাঠেই সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছিল।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal