Advertise top
খেলা

নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেমি ফাইনালে বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১১:৪০ পিএম    

ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সেমি ফাইনালে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ৬ বারের মধ্যে ৫ বারই চ্যাম্পিয়ন, বাকি একবার শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২২ সালের ফাইনালে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হন সাবিনা খাতুন, কৃষ্ণা, সানজিদারা।

 

এই জয়ের পর ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ রানার্সআপ হিসেবে সেমির টিকিট পেয়েছে ভারত। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে বৃহস্পতিবার। এদিন ‘বি’ গ্রুপে শেষ রাউন্ডের ম্যাচে স্বাগতিক নেপাল খেলবে শ্রীলংকার বিপক্ষে, ভুটানের প্রতিপক্ষ মালদ্বীপ।

 

নেপালের মাঠে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার,২৩ অক্টোবর শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারীরা। ফরোয়ার্ড তহুরা খাতুন দুটি ও ডিফেন্ডার আফিদা খন্দকার একটি গোল করেন।

 

১৮ মিনিটে আফিদার চাতুর্যপূর্ণ শটে গোল পেয়ে লিড নেয় বাংলাদেশ। ২৯ মিনিটে ঋতুপূর্ণা চাকমার ক্রস থেকে গোল করেন তহুরা (২-০)। ম্যাচের ৪২ মিনিটে সেই তহুরাই ব্যবধান ৩-০ করে দেন। বক্সের ঠিক বাইরে থেকে শামসুন্নাহার জুনিয়রের কাট ব্যাক থেকে বল পেয়ে গোলটি করেন তহুরা। এর ২ মিনিট পর ব্যবধান কমায় ভারত। ডালমার শট বাংলাদেশের গোলকিপার রুপনা চাকমা গ্রিপ করতে ব্যর্থ হওয়ার পর হেডে গোল করেন ভারতের অধিনায়ক বালা দেবী। দ্বিতীয়ার্ধে দুই দল আর কোনো গোল পায়নি। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন তহুরা খাতুন।

 

এই জয়ের পর ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ রানার্সআপ হিসেবে সেমির টিকিট পেয়েছে ভারত। বাংলাদেশের জয়ে এবারের আসর থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে বৃহস্পতিবার। এদিন ‘বি’ গ্রুপে শেষ রাউন্ডের ম্যাচে স্বাগতিক নেপাল খেলবে শ্রীলংকার বিপক্ষে, ভুটানের প্রতিপক্ষ মালদ্বীপ। ‘বি’ গ্রুপ রানার্সআপ দলের মুখোমুখি বাংলাদেশ, আর চ্যাম্পিয়নের মোকাবেলা করবে ভারত।

 

‘বি’ গ্রুপে নেপাল ও ভুটানের সমান ৪ পয়েন্ট করে ও শ্রীলংকার ৩ পয়েন্ট।

 

জয় শেষে ম্যাচসেরা তহুরা খাতুন বলেন, ‘সতীর্থদের সবাইকে ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা না পেলে আমি দুটি গোল করতে পারতাম না। আম ধন্যবাদ জানাই কোচ পিটার বাটলারকে, আর সাবেক কোচ ছোটন (গোলাম রাব্বানী) স্যারকে।’ তিনি ম্যাচসেরার ট্রফিটি উৎসর্গ করেন তার সদ্য প্রয়াত এক বন্ধুকে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal