Advertise top
খেলা

এশিয়া কাপ: আফগানিস্তানের টার্গেট ৩৩৫ রান

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম       

এশিয়া কাপ: আফগানিস্তানের টার্গেট ৩৩৫ রান

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রবিবার  টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম ব্যাটিং করে সাকিবের দল করেছে ২ সেঞ্চুরিসহ ৩৩৪/৫ । 

 

এদিকে বাংলাদেশের বিপক্ষে নামার আগেই নিজেদের ফেবারিট ঘোষণা করেছে আফগানিস্তান। আফগান কোচ জোনাথন ট্রটের পর তাদের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও নিজেদেরই ফেবারিট ঘোষণা দিলেন। সেই  চাপের জবাব ভালোভাবেই দিয়েছে বাংলাদেশ।

 

সাকিব-রশিদ মুখোমুখি লড়াইয়ে ব্যাটার রশিদকে এখন পর্যন্ত তিনবার আউট করেছেন সাকিব। ব্যাটার সাকিবকে রশিদ ফিরিয়েছেন দুবার। রশিদের বিপক্ষে ৪৪ বল খেলে সাকিবের রান ২৬। আর সাকিবের বিপক্ষে ২১ বল খেলে ১৫ রান করেছেন রশিদ।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal