Advertise top
খেলা

এশিয়া কাপ: মিরাজ- শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৩৪/৫

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম     আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম

 

বাংলাদেশ ৫০ ওভার খেলে  রান করেছে  ৩৩৪ রান। মেহেদী মিরাজ ও নাজমুল হোসাইন শান্ত সেঞ্চুরি করায় বাংলাদেশের এই বিশাল সংগ্রহ। 

এশিয়া কাপে বাংলাদেশের এটি সর্বোচ্চ স্কোর। এরআগে ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে করেছিল ৩২৬/৩ । যদিও সে ম্যাচটি হেরেছিল বাংলাদেশ।

 

উইকেট পতন: ৬০/১(নাইম-মুজিব), ৬৩/২ (তাওহীদ-নবী), ২৭৮/৩ (শান্ত-মুজিব ), ২৯৪/ ৪ ( মুশফিক), ৩২৪/৫ (শামীম).।

 

সাকিব আল হাসান ১৮ বলে ৩২ এবং আফিফ ৩ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন।

শামীম পাটোয়ারিও  রান আউট হলেন । শামীম ৬ বলে করেছেন ১১ রান। দলের রান ৩২৪/৫ ।

 

এশিয়া কাপ: বাংলাদেশের স্কোর:২৯৪/৪

মুশফিকুর রহিম ১৫ বলে ২৫ রান করে রান আউট হন।

 

এশিয়া কাপ: বাংলাদেশের স্কোর:২৭৮ /৩

নাজমুল হোসাইন শান্ত ১০৫ বলে ১০৪ রান করে আউট হয়েছেন। মুশফিকের সাথে জুটি বেধেছেন সাকিব আল হাসান। 

উইকেট পতন: ৬০/১(নাইম-মুজিব), ৬৩/২ (তাওহীদ-নবী), ২৭৮/৩ (শান্ত-মুজিব )

 

এশিয়া কাপ: বাংলাদেশের স্কোর: এবার শান্তর সেঞ্চুরি

 

মিরাজের পরে সেঞ্চুরি করলেন নাজমুল হাসান শান্ত। ৯ চার ও ২ ছয়সহ এই রান এসেছে ১০১ বলে। শ্রীলঙ্কার বিপক্ষে মান্ত করেছিলেন ৮৯ রান। 

দলের রান ২৫৯/ ২।

 

মিরাজ আহত , মুশফিক নেমেছেন।

মিরাজের হাতে ইনজুরি হওয়ায় তার স্থানে খেলতে এসেছেন মুশফিকুর রহিম।

 

এশিয়া কাপ: বাংলাদেশের স্কোর: মিরাজের সেঞ্চুরি

মেহেদী হাসান মিরাজ ১০০ পূর্ণ করলেন। ৬ চার আর ২ ছক্কায়সহ এই রান করতে তিনি বল খেলেছেন ১১৫টি।

মিরাজের ক্যারিয়ারে এটি দ্বিতীয়। প্রথম সেঞ্চুরিটি এসেছিল গত বছরের ডিসেম্বরে। মিরপুরে ভারতের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট হারানোর পর আটে নেমে সেঞ্চুরি করেছিলেন মিরাজ।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই যেটি অন্যতম সেরা ইনিংস।

দলের রান ২৩৪। শান্ত খেলছেন ৮৮ রানে।

 

এশিয়া কাপ: বাংলাদেশের স্কোর:২২৫ /২ 

বাংলাদেশ করেছে ২২৫ রান। মিরাজ খেলছেন ৯৪ রান, শান্ত খেলছেন ৮৫ রানে।

মিরাজ ৬ চার ও এক ছক্কা নিয়ে করেছেন এই ৯৪ রান। আর তিন নম্বরে নেমে শান্ত ৭ চার ও ২ ছক্কায় করেছেন ৮৫ রান।

 

এশিয়া কাপ: বাংলাদেশের স্কোর: মিরাজের পরে শান্তর ফিফটি

নাজমুল হোসাইন শান্ত ছক্কা মেরেই করে ফেললেন ফিফটি।এই ফিফটি করতে নাজমুল খেলেছেন ৫৭ বল।   আগের ম্যাচে খেলেছিলেন ৮৯ রানের ইনিংস।

 

মেহেদী হাসান মিরাজ অপরাজিত ৫০ রান করলেন। এই ফিফটিতে পৌঁছতে ৪ চার ও ১ ছক্কা মেরেছেন মিরাজ।

দলের রান এ সময় ১২৫/২। 

২০১৮ সালে প্রথম ওপেনিংয়ে নেমে করছিলেন ৩২ রান।

 

এশিয়া কাপ: বাংলাদেশের স্কোর:১০০/২,

 

বাংলাদেশ  ১৯.২ ওভারে ১০০ রান করেছে দুই উইকেট হারিয়ে। এরমধ্যে মেহেদী হাসান মিরাজ ৩টি চারের সাহায্যে ৫২ বলে ৩২ রান এবং ৩৪ বলে ২৯ রান করেছেন নাজমুল হাসান শান্ত। 

এরআগে দলের ৬৩ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট।

 

স্কোর: ১০ ওভারে ৬৩/২,

২ বল খেলে ০ রানে আউট হলেন তৌহিদ । নবী পেয়েছেন তাঁর উইকেট।

 

স্কোর: ১০ ওভারে ৬০/১,

৩২ বলে ২৮ রান করে আইট হয়ে গেলেন নাইম শেখ। তাকে বোল্ড করেন মুজিব।

নাইম পাঁচটি চার মেরে এই রান করেন।

মিরাজের সাথে যোগ দিয়েছেন তৌহিদ ।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal