Advertise top
খেলা

ভারত-বাংলাদেশ টেষ্ট: দুর্দান্ত শুরু টাইগারদের, জুটির রেকর্ড ভারতের

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম    

ভারত-বাংলাদেশ টেষ্ট: দুর্দান্ত শুরু টাইগারদের, জুটির রেকর্ড ভারতের
টাইগার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট ক্রিকেট সিরিজের প্রথমটিতে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। বিশেষ করে  হাসান মাহমুদ শুরুতেই ফিরিয়ে দেন ভারতের ভিত তিন ব্যাটারকে। ওই চাপ ভারতকে ঠিকঠাক সামলাতে না দিয়েই টাইগাররা ভারতের দলীয় ১৪৪ রানে তুলে নেয় ৬ উইকেট। তবে শেষ সেশনে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১৯৫ রানের জুটিতে দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান তোলে ভারত।

 

৭ম উইকেটে ১৯৫ রানের এই জুটি গড়ে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও জহির খানের ১৩৩ রানের জুটিকে। ২০০৪ সালে ১০ম উইকেটে ঢাকায় এই জুটি গড়েছিলেন শচীন-জহির।

 

 

আজ চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ১০৮ বলে সেঞ্চুরি করেন রবিচন্দ্রন অশ্বিন। আর ১১২ বলে ১০২ রানে অপরাজিত আছেন তিনি। তার জুটির অন্যজন রবীন্দ্র জাদেজা১১৭ বলে ৮৬ রানে অপরাজিত আছেন ।

 

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে সেঞ্চুরি করেছিলেন অশ্বিন।অশ্বিনের ইনিংসে ছিল ২ ছক্কা ও ১০ চার।

 

টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে অবিশ্বাস্য শুরুটা এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। দলীয় ৩৪ রানে ভারতের ৩ উইকেট নিয়ে। পরে ঋষভ পন্তকে আউট করে ৫৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। তার শিকারের তালিকায় আছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal