বরিশাল বিদেশ ডেস্ক
প্রকাশ : ৩০ আগষ্ট ২০২৩, ০৪:০৮ পিএম আপডেট : ৩১ আগষ্ট ২০২৩, ১২:১২ এএম
বাবর আজম ১৫১ এবং ইফতেখার ১০৯* রান করে ৩৪২ রানের বিরাট সংগ্রহ করে এগিয়ে নিলেন পাকিস্তানকে। এই রান করতে নেপালের বিপক্ষে তাদের পুরো ৫০ ওভার খেলতে হয়েছে।
শেষ ওভারে সোমপাল বাবর আজম এবং শাদাব খানের উইকেট নেন।
পাকিস্তানের বিপক্ষে নেপাল এটা প্রথম খেলা। প্রথম ৬ ওভারে নেপাল ২৫ রানে পাকিস্তানের দুই উইকেট নিয়ে সাড়া ফেলে দেয়।
জিততে হলে নেপালকে এখন ৩৪৩ রান করতে হবে।
বাবর আজম ৫০ পূর্ণ করলেন ।
তিনি ৭২ বলে এই রান করেন। এরমধ্যে চার করেছেন ৪টি।
নেপালের বিপক্ষে পাকিস্তান ২৭.৫ ওভারে ৪ উইকেটে করেছে ১২৪ রান। পাকিস্তান অধিনায়ক বাবর আজম করেছেন ৪৯, ইফতেখার ১।
টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার, ৩০ আগস্ট টস জিতে ব্যাটিং নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মাদ রিজওয়ান, সালমন আগা খান, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মাদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাহ।
নেপাল একাদশ: কুশল ভুর্তেল, আসিফ শেখ, রোহিত পাওডেল, আরিফ শেখ, কুশল মাল্লা, দীপেন্দ্র এরি, গুলশান ঝা, সোমপাল কামী, করণ কেসী, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।
২০১৮ সালে ওয়ানডে মর্যাদা পায় নেপাল। এ পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলেছে তারা। এরমধ্যে ৩০টিতে জয় ও ২৫টিতে হার রয়েছে। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয় নেপালের।
২০১৯ সালের বিশ্বকাপের পর চতুর্থ সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলেছে নেপাল। ৫১টি ম্যাচে ২৭টিতে জয় ও ২২টিতে হেরেছে তারা। এসময় ৩১টি ম্যাচ খেলেছে পাকিস্তান।
এবারই প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। এখন পর্যন্ত আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে হিমালয়ের পাদদেশের দলটি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন