Advertise top
খেলা

টাইগারদের ঈদ উপহার: নেপালকে ২১ রানে হারিয়ে সুপার ৮ এ বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৯:০৭ এএম     আপডেট : ১৭ জুন ২০২৪, ০৯:৩১ এএম

নেপালকে ২১ রানে  হারিয়ে সুপার ৮ এ বাংলাদেশ
৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন তানজিম সাকিব

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ: ১০৬/৯ (১৯.২ ওভার) 


নেপাল: ৮৫/৮ (১৯.২ ওভার)

 

ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী। 


শেষ ওভারে সাকিব এসে দুই বলে দুই উইকেট নেন। বাংলাদেশ ২১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে। গ্রুপ পর্বে চার ম্যাচে তিনটিতে জিতে ডি গ্রুপ থেকে  সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। এটাই প্রথম বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে উঠা। 

 

১৯তম ওভারে মোস্তাফিজের উইকেট মেডেন

১২ বলে প্রয়োজন ২২ রান। মোস্তাফিজ ১৯তম ওভারে এসে কোনো রান না দিয়ে ফেরান সেট ব্যাটার দীপেন্দ্রকে। পাঁচ বলে ব্যর্থ হয়ে শেষ বলে খোঁচা দিয়ে বসেন। ৩১ বলে ২৫ রান করেন তিনি। ৬ বলে প্রয়োজন ২২ রান। 

 

প্রথম বলে ছক্কা খেয়ে পঞ্চম বলে তাসকিনের উইকেট

প্রথম বলে দীপেন্দ্র ৬ হাঁকান। পঞ্চম বলে তাসকিন ফেরান গুলশানকে। ৮৫ রানে সপ্তম উইকেট হারিয়েছে নেপাল। ২ ওভারে প্রয়োজন ২২ রান। একমাত্র হুমকি হয়ে ক্রিজে আছেন দীপেন্দ্র। 

 

কুশল-দীপেন্দ্রর জুটি ভেঙে স্বস্তি আনলেন মোস্তাফিজ

আগের ওভারে মাহমুদউল্লাহকে একটি করে ছয়-চারে চোখ রাঙিয়েছিলেন কুশল। ১৭তম ওভারে এসে তাকে ফেরান মোস্তাফিজ। উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন। দারুণ ক্যাচ নেন শান্ত। ৪০ বলে ২৭ রান করেন তিনি। তার আউটে ভাঙে ৫২ রানের জুটি। ক্রিজে দীপেন্দ্রর সঙ্গী গুলশান। 

 

 

উইকেটের খোঁজে বাংলাদেশ 

৪৮ বলে ৩৯ রানের জুটি গড়ে এগোচ্ছেন কুশল-দীপেন্দ্র। ৫ ওভারে নেপালের প্রয়োজন ৪২ রান। কুশল ১৪ ও দীপেন্দ্র ১৭ রানে ব্যাট করছেন। উইকেটের খোঁজে বাংলাদেশ। 

 

৪ ওভারে ৭ রানে তানজীম সাকিবের ৪ উইকেট

তানজীমের চতুর্থ উইকেট! পয়েন্টে রিশাদের হাতে তুলে দেন সন্দীপ। ৮ বলে ১ রান করেন তিনি।  ৪ ওভারে ২ মেডেন দিয়ে নেন ৪ উইকেট। এটা তার ক্যারিয়ার সেরা। এর আগে ১৮ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। তানজীমের তোপে ২৬ রানে ৫ উইকেট হারায় নেপাল। আইরি-মাল্লা প্রতিরোধের চেষ্টা করছেন। 

 

শততম ম্যাচে প্রথম উইকেট 

পাওয়ার প্লের শেষ ওভারে আসেন শততম টি-টোয়েন্টি খেলতে নামা মোস্তাফিজ। প্রথম বলে তানজীমের ভুলে চার হয়। চতুর্থ বলে দেখা পান উইকেটের। কাভারে ড্রাইভ করতে গিয়ে ধরা পড়েন সাকিবের হাতে। দুবারের চেষ্টায় ক্যাচ নেন শট কাভারে দাঁড়ানো সাকিব। আসিফ এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ রান করেন। ক্রিজে জোরার সঙ্গী মাল্লা। 

 

দুর্দান্ত তানজীম 

তানজীমের করা তৃতীয় ওভারের প্রথম বল। বোল্ড বুর্থেল। ৮ বলে ৪ রান করেন তিনি। এক বল ডট দিয়ে ফেরান অনীলকে। মিড অফে দারুণ ক্যাচ ধরেন শান্ত। শূন্য রান করেন অনীল। পঞ্চম ওভারে এসে আরও একটি উইকেট নেন তানজীম। এবার ফেরান ভারত অধিনায়ককে। শর্ট ডেলিভারিতে ক্যাচ তুলে দেন রোহিত। ক্যাচ নেন রিশাদ। ১ রান করেন তিনি। ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে তানজীম নেন ৩ উইকেট।

 

 

টস

‘ডি’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-নেপাল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যাচ। টস হেরে ব্যাটিং করেছে  বাংলাদেশ।

 

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, জাকের আলী, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

 

নেপাল একাদশে এক পরিবর্তন

এক পরিবর্তন নিয়ে নেমেছে নেপাল। কারান কেসির পরিবর্তে একাদশে এসেছেন জোরা, কুশল ভুর্টেল, আসিফ শেখ , রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুদীপ জোরা, সন্দীপ লামিচানে, অবিনাশ বোহারা।

সৌজন্যে: রাইজিংবিডি ডটকম


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal