Advertise top
চিকিৎসা

শেবাচিম- সদর হাসপাতালের ব্যবস্থপনার দায়িত্বে সদর এমপি

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৫:০৮ পিএম     আপডেট : ২০ জুন ২০২৪, ০৭:৪০ পিএম

বরিশালে হাসপাতালের ব্যবস্থপনার দায়িত্ব পেলেন সদরের এমপি
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল)ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।  

 

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ আবদুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় গত ১৩ জুন তাকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এই হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার কথা সদর আসনের (বরিশাল-৫) সংসদ সদস্য কিংবা সিটি মেয়রের। কিন্তু ২০১৪ সালে এই কমিটির সভাপতির দায়িত্ব পান বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। পদাধিকার বলে হাসপাতালের পরিচালক কমিটির সদস্য সচিব। আর বিভিন্ন শ্রেণিপেশার ১৯ জন নিয়ে এই কমিটি গঠন করা হয়।

 

তিনমাস পর পর কমিটির সভা হওয়ার কথা থাকলেও গত ১০ বছরে এই কমিটিতে কোন নিয়ম কানুন ছিল না, ছিল না জবাবদিহির কোন বালাই। এরফলে হাসপাতাল যেন অব্যবস্থাপনার স্বর্গরাজ্য হয়ে উঠে।  


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal