Advertise top
পরিবেশ

সবুজ পৃথিবী গড়ার আহ্বান

বরিশাল নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৭:৪৯ পিএম    

সবুজ পৃথিবী গড়ার আহ্বান
বরিশালেবরিশালে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাইকেল র‌্যালি

সবুজ পৃথিবী ও টেকসই ভবিষ্যত গড়ার আহ্বান জানাতে বরিশালে সাইকেল র‌্যালি করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বরিশালে বুধবার, ৫ জুন নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে র‌্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা পার্কে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে অনুষ্ঠিত হয়  আলোচনা সভা।

 

তারা বলেন, পরিবেশ দূষণের ফলে বায়ুমণ্ডলে কার্বনডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বাড়ছে। ফলে পৃথিবীর উষ্ণায়ন বেড়েই চলছে। যার ফলে ঋতুর অস্বাভাবিক পরিবর্তন, ঘূর্ণিঝড়,  জলোচ্ছাসের মাত্রাও দিন দিন বাড়ছে। এছাড়াও পরিবেশের অংশ নদী, পাহাড়, বন মানুষের দ্বারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে। তাই সকলের উচিত পরিবেশের যত্ন নেওয়ার পাশাপাশি চারা রোপণ করা।

 

বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি  (বেডস) এর  ইকোমেন প্রকল্পের আয়োজনে এ কর্মসূচি পালিত  হয়েছে।

 

 

 

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারা রোপণ

বিশ্ব পরিবেশ দিবস সটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে চারা রোপন করা হয়েছে।

 

পরিবেশ দূষণের কারণ, দূষণরোধের উপায় খুঁজে বের করাসহ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বান্ধব গাছ রোপন করে দিবসটি পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal