Advertise top
পরিবেশ

উপকূলীয় জেলায় ভাটা, স্বস্তিতে এলাকাবাসী

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৯:০৪ পিএম     আপডেট : ২৬ মে ২০২৪, ১০:১৮ পিএম

উপকূলীয় জেলায় ভাটা, স্বস্তিতে এলাকাবাসী
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যা ৬টা থেকে ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে এবং ঘূর্ণিঝড়টি আজ  রাত ১০টার মধ্যে পটুয়াখালী উপজেলার খেপুপাড়া দিয়ে অতিক্রম করার সম্ভাবনা কথা বলেছে আবহাওয়া অফিস।

 

এই খবরে স্বস্তি ফিরে এসেছে উপকূলে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদী তীরের ইউনিয়ন লালুয়া। সেখানের উপজেলা চেয়ারম্যান শওকত বিশ্বাস জানালেন, তাদের এলাকায় বিকেল ৩টায় ভাটা শুরু হয়েছে। ৬ ঘন্টা ধরে ভাটা থাকার পর শুরু হবে জোয়ার। এই জোয়ারও ৬ ঘন্টা ধরে ধীরে ধীরে বাড়বে। এতে জলোচ্ছ্বাসের ক্ষতি কম হবে বলে উপকূলবাসীর ধারনা। তবে বাতাস খুব বেশি বললেন শওকত চেয়ারম্যান।

 

এদিকে সন্ধ্যা ৬টার পর ভাটা শুরু হয়েছে সাতক্ষীরা জেলায়। এটি চলবে রাত প্রায় ১১টা পর্যন্ত।

 

অন্যদিকে বাগেরহাটে দুপুর ৩টার দিকে ভাটা শুরু হয়েছে। এটি চলবে রাত ১০টা পর্যন্ত।

 

বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের সময় ভাটার তীব্রতা থাকলে জলোচ্ছ্বাসের ঝুঁকি কমাতে সহায়তা করে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal