Advertise top
পরিবেশ

স্বজনকে নিরাপদে সরাতে গিয়ে মারা গেলেন শরীফ

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৮:১৩ পিএম    

স্বজনকে নিরাপদে সরাতে গিয়ে মারা গেলেন শরীফ

পটুয়াখালীর কলাপাড়ায় ফুফু ও বোনকে নিরাপদে সরাতে গিয়ে মারা গেছেন মো. শরীফ নামের এক যুবক। উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ার চর এলাকায় রবিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

 

বরিশাল নিউজের কলাপাড়া সংবাদদাতা জানান, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ারচর এলাকায় বসবাস করেন। ফুফুর বাড়িতে ছিল শরীফের বোন। দুপুর ২টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যান। এ সময় জোয়ারের পানিতে কাউয়ারচর এলাকা ৫ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত ছিল।

 

সাঁতার কেটে ফুফুর ঘরে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যান। ঘণ্টাখানেক পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

 

কলাপাড়া ইউএনও মো.রবিউল ইসলাম বলেছেন, শরীফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে উপজেলা প্রশাসন থেকে মৃতের দাফনের ব্যবস্থা করা হয়েছে। ইউএনও আরও বলেন, উপকূলের বিপৎসংকুল এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার প্রচেষ্টা আছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal