Advertise top
পরিবেশ

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৭:০০ পিএম     আপডেট : ২৬ মে ২০২৪, ০৭:১০ পিএম

ঘূর্ণিঝড় রেমাল কতদূর?
প্রতীকী ছবি


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ উপকূলে আঘাত হেনেছে। এজন্য ৮/১২ ফুট জলোচ্ছ্বেস হতে পারে।

 

হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, প্রতি ঘণ্টায় বঙ্গোপসাগরে ৯০ থেকে ১০০ কিমি গতিতে ধেয়ে আসছে রেমাল। মধ্যরাতে সাগর দ্বীপ ও খেপুপাড়ার মাঝের অংশ দিয়ে বয়ে যাওয়ার কথা রেমালের।

 

আনন্দবাজার পত্রিকা অনলাইন বলছে, বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে তা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। রবিবার মধ্যরাতে রেমাল স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। আলিপুর হাওয়া অফিসের সকালের বিজ্ঞপ্তির বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ঘূর্ণিঝড়ের ঘূর্ণনগতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। সাময়িক ভাবে তা পৌঁছে যাচ্ছে ১১০ কিলোমিটারেও।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal