Advertise top
পরিবেশ

বাঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:০০ এএম       

বাঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

দক্ষিণ-পশ্চিম বাঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপ সৃষ্টির পরে এটি আরও ঘণিভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সোমবার,মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, চট্টথাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝাড়ো হাওয়াসহ শিলাবৃষ্টিও হতে পারে।

আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে আসতে পারে। এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal